২১।


স্রষ্টা যদি রেখে দিত আমায় ভিন্ন কিছু সৃষ্টি করে
তবে সদা থাকতাম বুঝি তাঁর জিকিরে আশকরে
স্বাধীন চেতনার হয়ে মানুষ হারিয়ে জ্ঞান বিবেক
হুশ, যাহা কিছুই করছি শুধু নিজের প্রবৃত্তির তরে ।  


২২।


দুনিয়ার মোহ মায়া জালে যেন বন্দি সকলে
সবটাই শুধু আমার চাই ছলে বলে কৌশলে
করতলে কুক্ষিগত যাকিছু বিরান পরে থাকে
তখন, প্রকৃত মালিকের অকস্মাৎ ডাক এলে ।


দুপুর- ১২.৩৫টা বৃহস্পতিবার ০৮/০৮/২০১৯ মিরপুর, ঢাকা ।