৯৬।


যদি অনিচ্ছা সত্বেও কেউ করে ফেলি কোন ভূল
তবু প্রকৃতির গানিতিক সুত্রে দিতেই হবে মাশুল
কর্মফল ভোগে সে ভুগবে ঐ ভুল করার রোগে
নিজে নিজে আরও ভুল করতে সে হবেও ব‍্যকুল ।


৯৭।


এটা কভু দোষের নয় যদি কেউ না জানে বিজ্ঞান
কিন্তু এটাই দোষের যদি না জানে সারারণ জ্ঞান  
দীর্ঘ আয়ুর শ্রেষ্ঠ দেহ যন্ত্রটির পরিচালনায় কারো
থাকা চলে না মোটেও কোন রূপ অজ্ঞতা অজ্ঞান ।


৯৮।


জীবন গেলেও কিছুতেই করতে নেই কিছু পাপ
তাতে জীবনভর বহে বেড়াতে হয় তার অভিশাপ
ইথারের কিছু উপাদান তাকে করেনা স্পর্শ তাই
অপার সম্ভাবনা হয় লীন শেষে করে পরিতাপ ।


রাত- ৯.৩৩টা, শুক্রবার, ৭ মাঘ ১৪২৮, ২১ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।