৮৬।
কোরবানির মর্মবাণী আমরা ক'জনই বা জানি
যারা জানি তারাও কি আজ ঠিকভাবে তা মানি
হয়না তো কোরবানি যদিবা কেউ তাতে করে
ফুটানি কেউ গোস্ত চামড়া নিয়ে করে টানাটানি  ।


৮৭।
ধার্মিক মুসলমান প্রায় দিনমান কাটায় মসজিদে
কিছু নামধারী মুসলমান ধার্মিক সাজে শুধু ঈদে
নেমে যায় আভিজাত‍্য প্রদর্শনের প্রতিযোগিতায়
যেন এ উৎসবে মিটাতে চায় অনাদিকালের খিদে ।


৮৮।
ত‍্যাগের মহিমা অক্ষুন্ন রাখার জন‍্যই কোরবানি
কিন্তু আজ ভোগবিলাসের জন‍্যে যেন তা মানি
ধর্মের মৌলিকত্ব পালনে এসব ধর্মাচার হলেও
সর্বদা আমাদের হীনস্বার্থে তার হয় মানহানি ।


সকাল ৯.১৫টা, সোমবার, ৪ আষাঢ় ১৪২৮,
১৯ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।