শুধুই রূপে তোমার হই নি পাগল (২)
আমি পাগল তোমার গুনে ।
পাগল হলাম আহা তোমার শত  
গুনের কথা শুনে ।  
সোনা গুনের কথা শুনে ।  


লোভ হিংসার নাই তো বালাই
তোমার মাঝে হায় !
এমন নষ্ট জামানায় এমন কথা
আজ ভাবাই বড় দায় ।
ও গো ভাবাই বড় দায়...


প্রেম পরকীয়ার মহামারী যখন
চলছে প্রতি ঘরে ঘরে।
তুমি তখন কেমনে থাকো তোমার
অমন মনটা শক্ত করে......
অমন মনটা শক্ত করে ।


শুধুই রূপে তোমার হই নি পাগল (২)
আমি পাগল তোমার গুনে ।
পাগল হলাম আহা তোমার শত  
গুনের কথা শুনে ।
সোনা গুনের কথা শুনে ।  


বাবা-মার সংসারে দিচ্ছ জোগান
ঐ ছোট্ট বেলা থেকে ।
নিজে কিছুই কভু খাও নি সোনা  
কাউকেই ভুখা রেখে ।  
তুমি কাউকেই ভুখা রেখে ।  


লজ্জায় তুমি বাড়াও না হাতটা
যতই থাকুক অভাব ।
আজকাল তো দেখি না এমন
কোন ধনীদেরও স্বভাব ।  
সখা ধনীদেরও স্বভাব ।


শুধুই রূপে তোমার হই নি পাগল (২)
আমি পাগল তোমার গুনে ।
পাগল হলাম আহা তোমার শত  
গুনের কথা শুনে ।  
সোনা গুনের কথা শুনে ।  


রূপেও তুমি অপরূপ যেন ভরা
পূর্ণিমা চাঁদেরই মত ।
এমন রূপ পেয়েও প্রেম কর না
শুনে জানাই শ্রদ্ধা সতত ।
তোমায় জানাই শ্রদ্ধা সতত।


অভিযোগ অনুযোগ নাই তোমার
নাই গো কোন অহংকার ।
তোমার মতন মানুষ হলে সবাই
স্বর্গ হত এ ভব সংসার ।
সত্যি স্বর্গ হত এ ভব সংসার ।  


শুধুই রূপে তোমার হই নি পাগল (২)
আমি পাগল তোমার গুনে ।
পাগল হলাম আহা তোমার শত  
গুনের কথা শুনে ।  
সোনা গুনের কথা শুনে ।  


রচনাকালঃ- বেলা ১১.৫৩টা, শুক্রবার, ২ কার্তিক ১৪২৬,
১৮ সফর ১৪৪০, ১৮ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।