আমার মাঝে সৌন্দর্য কেন খোঁজ,
আমি নই কি তোমার মুগ্ধ দর্শক ?  
তোমার সৌন্দর্য উপভোগ্যে থাকি
তন্ময়, রূপ যে তোমার চিত্তাকর্ষক !  


অপরূপ তোমার রূপ মাধুর্য আহা,
কত মনোহারি অতুলনীয় এ ভবে !
উন্মীলিত এই রূপের গুনগ্রাহী কে
না হবে, বরং উন্মাতাল হবে সবে !


যদিবা না হয় এই রূপে মুগ্ধ কেউ
তবে কি রবে তার কোন মূল্যায়ন ?
এমন রূপের যথাযথ কদরবিনাও
যে তুমি করতেও চাবে আত্মহনন !


এহেন রূপ রক্ষার্থে তাই থাকা চাই
অতন্দ্র প্রহরী আমার মত অসুদর্শন ।
যার রূপ বঞ্চনার বেদনা আর তব
রূপ মুগ্ধতায় সুখী হবে দুটি জীবন ।


নতুবা স্ব স্ব সৌন্দর্যে অহমে দুজনে
একে অপরে হবে রূপের প্রতিদ্বন্দ্বী ।
তাতে আজীবন শুধু উভয়ে প্রদর্শক
রবে, করবে দর্শক খোঁজারই ফন্দি ।


রচনাকালঃ- সকাল- ৯.২১টা সোমবার, ৫ শ্রাবণ ১৪২৭,
২৮ জিলকদ ১৪৪১, ২০ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।