সাবাস বাঘের বাচ্চারা সাবাস !
আবারও গড়লে তোরা বাংলার নতুন ইতিহাস!


ওরে খোকারা দেখিয়ে দিলে তোরা
কঠোর হস্তে কি করে চালাতে হয় সেই প্রশাসন !
কিন্তু ঐ বুড়ো খোকারা পারেনি তারা
তারা শুধু জানে লুণ্ঠন খুন ধর্ষণ আর অতিকথন।


আর বাকি বুড়োরা ফাঁকি দিয়ে
ঘুমচ্ছে, কেহ করছে তেলেসমাতি খাটি ঘি লাগিয়ে।
তখন তোরা নাদান খোকারা দেখাচ্ছ
বীরত্ব, শেখাচ্ছ তত্ব দেশ-জনতাকে আশা জাগিয়ে।  


সাবাস বাঘের বাচ্চারা সাবাস !
তোদেরই হুংকারে পাচ্ছি মোদের মুক্তির আশ্বাস ।


এত দিন ঘুষ নিয়ে বিনা লাইসেন্সে
গাড়ি চালাতে দিত যত পুলিশ বিচারিক আমলা।
আজ তোরা একি করলে লাইসেন্সহীন  
চালক সার্জেন্টকে নিজের হাতে লেখালে মামলা !


উল্টো পথে চিরায়ত চলা সেই
মন্ত্রীর গাড়ী বহর, চলতে বাধ্য করলে সোজা পথে।
বোধোদয় হয়েছে হয়তো তাদের,
তারা যে এমনি করে চলছে দেশটাকে নিয়ে বিপথে।  


সাবাস বাঘের বাচ্চারা সাবাস !
তোরাই পারবে সব পাল্টাতে দেখালে তারি আভাস ।


হ্যাঁ, তোরাই তো এনেছ এই ভাষা,  
লাল সবুজ পতাকার দেশ বুকের রক্ত করে নিঃশেষ।
সেই তোরাই আবার রুখে দাঁড়ালে
যখন চরম ক্রান্তিকালে মোদের সোনার বাংলাদেশ ।  


বন্ধুরা, তুলেছ পাল ছাড়ো না হাল
এ উদ্যোগকে রাখো সমুন্নত কিছুতে দিওনা অব্যাহত।
আমি জানালাম লাল সালাম তোদের  
সাথে জানালাম অভিনন্দন অভিবাদন শুভেচ্ছা শতশত ।।


রচনাকালঃ- দুপুর ১.১৭ টা শনিবার ০৪/০৮/২০১৭৮ ঢাকা ।


উল্লেখ্যঃ গত ২৮শে জুলাই ঢাকায় বাস চাপা দিয়ে দুজন ছাত্র হত্যার ঘটনায় এবং এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট মন্ত্রীর হাস্য রসিকতার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এবং বিগত ৫ দিন ধরে চলমান ছাত্র আন্দলনের ঘটনার দৃষ্টিপাতে এই লেখনী ।