স্বাধীনতা তুমি আসবে বলে, কত স্বপ্ন আর  
আশা আকাংখা জাগিয়েছিলে মোদের এই মনে ।
স্বাধীনতা তোমায় ছিনিয়ে আনতে গিয়ে, কত  
ভাই-ভগ্নি স্বজন-বন্ধু হারালাম নির্মম খুন ধর্ষণে !  


স্বাধীনতা তোমাকে পেতে দ্বিধাহীন চিত্তে
আত্মবলিদানে ঢেলে দিয়েছিলাম এক সাগর রক্ত !  
স্বাধীনতা তবেই কি তুমি এ জাতির তাজা
রক্ত নেশায় হলে আজ বেলাজ উন্মাতাল আসক্ত ?  


স্বাধীনতা তোমায় পেয়েই কি ঐ মেয়েটি বলেছিল,  
বাংলাদেশ স্বাধীন তাই আমিও স্বাধীন অতএব আর
আমাকে পড়তে বলা চলবে না ।
স্বাধীনতা তোমায় পেয়েই কি ঐ ছেলেটা বখাটে
বনে রাস্তায় রাস্তায় মেয়েদের উত্যক্ত করে ফিরে
রাজনীতিতে হল পাক্কা সেয়ানা ?


স্বাধীনতা তুমি মহাসম্মানিত হয়ে এলে বটে,
উষ্ণ গনসংবর্ধনায় ঐ রক্ত গালিচার পথ পেড়িয়ে !
স্বাধীনতা তবু কেন তোমার বারবার দরকার
হয় জীর্ণ জাতিটার রক্ত ঝর্ণার মত দিতে ঝরিয়ে ?


হে সাধের স্বাধীনতা, তুমি এসেছ বলে ভেবেছি
হেসে খেলে কাটাবো জীবন, মুখে ফুটবে কথার খই !  
এসে পেলেও পূর্ণ যৌবন, তোমায় ঘিরে আজ
কত আয়োজন, কিন্তু মোদের বাক স্বাধীনতাটা কই ???  


রচনাকালঃ- বিকাল ৪.১২টা, সোমবার, ১১ চৈত্র ১৪২৫,
১৭ রজব ১৪৪০, ২৫ মার্চ 19২০১৯, মিরপুর ঢাকা ।