কি রে ব‍্যাডা কালাম ?
আইজগা তুই ক‍্যান মোরে
দিলানা সালাম ?
স‍্যার, সালাম কি খাজনা নাকি,
মোরা ছোডোরাই শুধু প্রজার
লাহান আমনাগোরে দিয়া যাইমু ?
হ‍্যাইয়া তো হগ্গলেরই কাম ।
ধনীরে গরীব গরীবরে ধনী,
চাকররে মালিক মালিকরে চাকর,
বড়রে ছোড ছোডরে বড় সবাইরে
সবাই হেনে দেওন লাগবো সালাম ।
তাতে কি কেউর কমবো দাম ?
আগে তো জানতে হইবো এই
সালাম দেওনের কি কাম ?  
সালাম দেয়া সুন্নত নেয়া ওয়াজিব  
হেইয়াও অহনতরি বুঝেন না  
আমনেগোর লাহান বুড়া ভাম ?
তয় আইজ থাইকা হগ্গলেই
হগ্গলেরই দিমু সালাম ।
সালাম দেওন লাগবো এই ভাবে
''আচ্ছালামু আলাইকুম''।
মনে হইবো সালাম দিতাছে
যেন কোন এক মাসুম ।
হের মানেই হইল- আমন‍্যার
উপর শান্তি বর্ষিত হোউক ।
তইলেই ত শান্তি পাইবো হেনে
সমাজের হগ্গল লোক ।


☆বরিশাল জেলার আঞ্চলিক ভাষায় লেখার প্রয়াসে ।

রচনাকালঃ- দুপুর ১২.৪২টা, রবিবার, ২৯/১১/২০২০ ঠাকুরগাঁও ।