সালিশ আমি মানি তবে তাল গাছটি
আমারি ভাইয়া , আমারি ভাইয়া ।
কেঁদে কোন লাভ হবেনা কারো কাছে
বিচার চাইয়া , বিচার চাইয়া ।

পুলিশ আমার সালিশ আমার নাচো রে
মন , তাথাই থাইয়া তাথাই থাইয়া।
সালিশ আমি মানি তবে তাল গাছটি
আমারি ভাইয়া আমারি ভাইয়া ।


দল আমার দেশ আমার আমি ছাড়া কি  
হইবো কোথায় যাইয়া কোথায় যাইয়া ?  
সালিশ আমি মানি তবে তাল গাছটি
আমারি ভাইয়া আমারি ভাইয়া ।

আমার দলে চলে এসেরে ভাইয়া ফুর্তি  
কর , খাইয়া দাইয়া খাইয়া দাইয়া ।
সালিশ আমি মানি তবে তাল গাছটি
আমারি ভাইয়া আমারি ভাইয়া ।


এটাতো মগের মুল্লুক ওরে উল্লুক বুঝো
না কেন স্বাধীন পাইয়া স্বাধীন পাইয়া !  
সালিশ আমি মানি তবে তাল গাছটি
আমারি ভাইয়া আমারি ভাইয়া ।


সালিশ আমি মানি তবে তাল গাছটি
আমারি ভাইয়া আমারি ভাইয়া ।


রচনাকালঃ- ৪.৪০ মিঃ বৃহস্পতিবার
০৮/১১/২০১৮ মিরপুর , ঢাকা ।