হোক না তা মহামারী নয়তো হোক  
মনুষ্যসৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগ ।
তাতে ঠিক সময় মত কারা ব্যবহার
করে যেন এমনই মোক্ষম সুযোগ ।  


এবারের এই করোনা দুর্যোগে সেই
ইন্ধনের নামটি “সামাজিক দূরত্ব” !  
আহা ! পুরো পৃথিবীর মানুষ মানল,  
সদা মানে নির্দ্বিধায় এমন ভুল তত্ত্ব !  


আদতে যে তা হত শারীরিক দূরত্ব,  
আমজনতা কার কথা কে বা শুনে !  
কিন্তু ঐ সুযোগ সন্ধানী শয়তান ঠিক
ধরাল সামাজিক দূরত্বের এক ঘুণে ।


এমন দুর্যোগে যখনই মানুষের প্রতি  
মানুষের দরকার হয় পরম মমত্ব ।
সবাই তখন ঘৃণা আতংকে স্বজনেরই
প্রতি বজায় রাখি সামাজিক দূরত্ব ।


তাইতো যতটা না ভয়ানক এই ব্যধি
তার চেয়ে আতংকে রয়েছে সমাজ ।
সমাজকে এমনি নানা ছুতোয় ভাঙতে
এবারও সফল শয়তানের এই কাজ ।


তারই প্রতিফলন দেখি যখন আক্রান্ত
বা মরে স্বজন, কেউ আসেনা কাছে ।
মৃতস্বজনের হয়না সৎকার বা দাফন
ঐ স্বেচ্ছাসেবীর দল না এলে পাছে ।
  
এমনিভাবেই কারো ইচ্ছা বা অনিচ্ছার  
ভুলেই চলছে মোদেরই সারা বিশ্ব ।
আমজনতা কিছুতে যে শিরদাঁড়া করে  
দাঁড়াতে পারেনা দিনেদিনে হয় নিঃস্ব ।


রচনাকালঃ- সকাল-৮.১৫টা শনিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭,
১৩ শাওয়াল ১৪৪১, ৬ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।