হে বাংলার জনতা, যদি চাও পেতে সাম‍্য মৈত্রী
ভাতৃত্ব সমতা মমতা, আর হতে না চাও আত্মঘাতী ।
যদি ধবংস করতে না চাও স্বদেশ, ছড়াতে না
দাও হিংসা বিদ্বেষ, বাঁচাতে চাও সমাজ ধর্ম স্বজাতি ।


যদি হতে না চাও দেউলিয়া, হতে চাও মুণি ঋষি
আউলিয়া, বারেবারে ছড়াতে দিতে না চাও বিভ্রান্তি ।
না হতে পশুত্বে পরিনত, হতে চাও স্রষ্টায় নত,
তবে বন্ধ কর বন্ধ কর গো এক্ষুনি এই নষ্ট রাজনীতি ।


তুমি যদি হও বাঙালি মুসলমান, তবে বাড়াও
ঈমান, মুসলমান বলে অযথা করনা পাকিস্তান প্রীতি ।
কিংবা হলে বৌদ্ধ হিন্দু, তুমিও নও বিন্দু, কেন
পলায়ন, কেনই বা নেই ভিনদেশ বার্মা ভারত ভীতি ?


স্বদেশ ছেড়ে কোথাও হবে না গো সম্মানিত
নাগরিক, জানবে ধিক, বরং স্বদেশেই কর সুকীর্তি ।
বন্ধ কর অন্ধ বিদেশ প্রীতি, সুরক্ষা দাও স্বীয়
দেশের সার্বভৌমত্বে, গড় কঠোরতম আর্দশ নীতি ।


রচনাকালঃ- রাত ৯:২৬টা বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪২৭,
               ২৭ মহরম ১৪৪২, ১৬ সেপ্টেম্বর ২০২০,
                ঠাকুরগাঁও ।