প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ উপরন্তু মানব সম্পদ
উর্বরা ভূমি আর উর্বরা মস্তিষ্কে ভরপুর বাংলার জনপদ ।
তবুও সামান‍্য সহায় সম্পদ নিয়ে বসবাস করে এখানে
এখন মোকাবিলা করছি পদে পদে কত নিদারুণ বিপদ !
কে কাকে ডুবিয়ে কার উপর উঠবে কে মটকাবে কার
ঘাড় আজকাল হেথা হরদম তারি মচ্ছবে সবাই গদগদ ।
দিনকে দিন লাগামহীন বেড়েই চলেছে প্রতারণা খুন
ধর্ষন প্রবঞ্চনা আত্মসাত দূর্নীতি লুন্ঠনের মতো আপদ ।
কেন এসব ? কেন বা কোন অভাব না থাকা সত্বেও
মোদের স্বভাব ভালো নয় কেন এ সংকটের হয়না রদ ?
কেন মোরা সামান‍্য স্বার্থের জন‍্য হয়ে উঠি ভয়ংকর
নিষ্ঠুর নির্দয় কেন সমাজময় বেড়ে চলে বিকৃত প্রমোদ ?
কারণ মোদের নেই স্বনির্ভর হওয়ার শিক্ষা নেই যে
প্রাজ্ঞ গুরুর কাছ থেকে পাওয়া দীক্ষা নেই সত‍্য সনদ ।
তাইতো হয়না সঠিক মেধার বিকাশ, করতে পারে না
সবে জ্ঞানের প্রকাশ মানুষ না হয়ে সবে হচ্ছে যে স্বাপদ !


রচনাকালঃ- সকাল ৭.০০টা, শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা ।