দেখ তুমি কত সৌভাগ্যবান হে মুমিন মুসলমান !
তোমার নসীবে আবারও যে এলো মাহে রমযান !  
আত্মশুদ্ধি শরীর শুদ্ধি ও সমাজ শুদ্ধির তরে তুমি
নিজ থেকেই এবার শুরু কর মহাশুদ্ধির অভিযান ।


আল্লাহ্‌র দান এ রমযান এলো তোমার মুক্তিতে
রমযানের প্রতিশ্রুতি দেইনি মোটেও অত্যুক্তিতে
আজ তার মান বিজ্ঞানও করল প্রমাণ কল্যাণময়
কত তারি তথ্য উপাত্ত দেখাল অখণ্ডনীয় যুক্তিতে ।


থাকলে উপোষ, শরীরের কোষ করে অটোফেজি
খেতে খেতে হয় কোষ দুর্বল উপোষে হয় তেজী
মানে যখন থাকি উপোষ তখন শরীরের মৃতকোষ,  
চর্বি ধরে খায় এনজাইম এসিড তন্নতন্ন করে খুঁজি ।  


শরীরের যাকাতসহ করি বেশী বেশী যাকাত দান
হে মুসলমান নিশ্চয় আল্লাহ্‌ মহান করবে পরিত্রাণ
এ রমযানের কল্যাণে আসুক বিশ্ব শান্তি দূর হোক
ভুল ভ্রান্তি তাই জানাই- রমযান মোবারক রমযান !          
  
রচনাকালঃ- দুপুর-১২.২০টা, বুধবার, ১লা বৈশাখ ১৪২৮,
১৪ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।