দেখতে দেখতেই সাধের স্বাধীনতার
হল আজ পঞ্চাশ বছর পূর্তি ।
উদরপূর্তি করে একবেলাও খেতে না
পারা আমি কি করে করি গো ফূর্তি ?
স্বাধীনতাত্তোর উত্তরোত্তর বেড়েছে শুধু
গলাবাজি ধোঁকাবাজি তর্জন গর্জন ।
পঞ্চাশ বছর পর আজও বাংলার নারী-
নর খোঁজে কোথায় কি হল অর্জন ?
স্বপ্নের দেশ দেখবে বলে মৃত্যুর কোলে
আজও পড়েনি ঢলে কত মুক্তিযোদ্ধা ।
যদিও তাদের বুকের জমানো হাহাকার
বুঝার নেই যেন আর কোন বোদ্ধা  ।
স্বাধীনতা মানে ওরা বুঝি বুঝিয়েছে তা
অবাধ যৌনতা মাদকতা যা ইচ্ছে তা ।
কিন্তু টুটি চেপে ধরে আছে দানবী হাতে
মোদের নেই নাকি বাক স্বাধীনতা ।
পঞ্চাশ বছরে কেউ পারেনি সঠিক পথে
নেতৃত্ব দিয়ে দেশ এগিয়ে নিয়ে যেতে ।
বরং সবাই এসেছে দেশের কংকালসার
দেহটাকেই শুধু খুবলে খুবলে খেতে ।


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১, মিরপুর, ঢাকা ।