বলার মতো আমার যা আছে ঐ
অতটুকুই যৎসামান্য সম্বল ।
কটা আসবাব , এই সামান্য কিছু
তৈজস , আর কটা কম্বল ।
কনকনে এই শীতের কর্কট রাতে
শোবার সময় সদা মনে পড়ে ।  
এত বড় পাপী আমি , এই কম্বলে  
আহা , ঘুমাবো আরাম করে ?
শীতের চাদরে ঢাকা পুরোটা দেশ
যখন কাঁপছে যেন থরথর ।
তখনই আমার ঘুমাতে হয় লজ্জা
ঘৃনাও জন্মে বুকের ভিতর ।  
কেন কিছুই করতে পারিনা আমি  
শীতার্ত অসহায় মানুষের জন্য ?  
ছিঃ ছিঃ কেন এত অপদার্থ হলাম  
কেনইবা হলাম এত জঘন্য ?
          
-মঙ্গলবার ০৯/০১/২০১৮ ঢাকা।