তুমি অক্সর্ফোভ কেমব্রিজ পড়ে হতে চাচ্ছ
কি হে মস্ত বড় বিশ্ব বরেণ্য গবেষক ?
কত আগে থেকে তোমার চে বড় গবেষক
বনে বসে আছে গাঁয়ের জনতা কৃষক !


তুমি কি গবেষণা কর্মে তথ‍্য উপাত্ত সংগ্রহে
গলদঘর্মে নিজ মাথার চুল ছেড়াও ?
দরকার কি ? গ্রামে যাও, সেথা গিয়ে সেই
বিষয়টি চায়ের দোকানে ছেড়ে দাও ।

চুপটি করে দেখ চুলচেরা বিশ্লেষনে বানিয়ে
দেবে তারা সেই গবেষণার ফলাফল ।
ঘুরে দেখবে গ্রাম সেই সাথে নিখরচায় আর
বিনাশ্রমে তুমি সহজে হবে যে সফল !


অলস মস্তিষ্কের এমন কারখানায় ভরে গেছে
মোদেরই সোনার বাংলা কানায় কানায় ।
অনুৎপাদিত এ কারখানাগুলোকে নিয়ে ভাবো
কিভাবে উৎপাদনের আওতায় আনা যায় ।


রচনাকাল:- দুপুর ১২.৫৮টা, বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২০, ঠাকুরগাঁও  ।