হায় শিক্ষার্থী ! জীবনের শুরুতে তোমার আজ  
এতটা অধঃপতন, এতটাই নৈতিক অবক্ষয় !  
ইউনিফর্মটার বুকের বোতাম খুলে সিগারেটের  
ধোঁয়া ফুঁকে হাঁটছ রাস্তায় নেই সংকোচ ভয় ?  


চারিদিকে লোকে লোকারণ্য ভাবো ঘন অরণ্য  
তাই বন্ধু-বান্ধবী মিলে কর নির্লজ্জ খুনসুটি !
সবাইকে ভেবে গর্দভ আর নিজে স্মার্ট জ্ঞানে
অশ্রাব্য বাক্য ছুঁড়ে মহানন্দে খাচ্ছ লুটোপুটি !


বাবার কষ্টার্জিত অর্থ যদি নেশা নারীর পিছনে
ঢাল, জনতার সম্পদ কি তোমাতে নিরাপদ ?
তোমার মত শত শত ডিগ্রীধারীরাই তো আজ
সমাজে আনে আম জনতার নিদারুন বিপদ।


ওহে শিক্ষার্থী এইটুকুন বয়সে তোমার উশৃংখল
চলনে নিও নাকো দর্শকের কোন অভিশাপ ।
যতই তোমার তেজ থাকনা আজ কাল পড়বেই
বয়সের ছাপ, ছাড়বে না পাপ হও যার বাপ ।  
  
কি শিক্ষা তুমি করছ অর্জন কখনো কি দেখেছ
ভেবে, এ নীতিহীন শিক্ষায় তোমার কি হবে ?
শিক্ষার্থী হয়ে যদি না হলে আদর্শবান, তাহলে
আর হবে কবে, ভবে তোমার কি স্মৃতি রবে ?


হায় শিক্ষার্থী ! আমরা হয়ে আছি সব তোমারই
শরণার্থী, তুমি নাকি আনবে সুখের নব দিন ।
কিন্তু তুমি তো এখনই উন্মাদ ছন্নছাড়া, দায়িত্ব
জ্ঞানহীন তদুপরি বখে যাওয়া বজ্জাত বেদ্বীন ।    
    
রচনাকালঃ- দুপুর ২.০২টা রবিবার, ২১ আশ্বিন ১৪২৬,
৬ সফর ১৪৪১, ৬ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।