নিজেকে নিয়ে গর্ব তোর হয়েছ  
আধুনিক শিক্ষায় এক শিক্ষিত সুমহান ?
আমি তো দেখি তোদেরই উপর  
বেশী ভর করে স্বয়ং ইবলিশ শয়তান !


অধিকার আদায়ে রাজপথে তুই
সোচ্চার, অথচ নিজে কিছু কর না দান ।  
প্রতিবেশীর রাখ না খোঁজখবর
কিন্তু জনগনকে করছো বিপ্লবের আহ্বান !


শোন, তোর এসব ছলচাতুরী
ভালোই জানা কর না আর বিজ্ঞের ভান ।
জানি ধান্দা তোর বিনা শ্রমে  
অর্থ খ্যাতি কামিয়ে হতে চাও যে মহান !


শিক্ষিত হলেই ভয়ংকরও হয়
হয় তোর মত এমনই শিক্ষিত শয়তান ।  
যে কোটি জনতার ধ্বংস যজ্ঞের    
সমান একাই সমাজটাকে করে বিরান !  


রচনাকালঃ- বিকাল ৫.৫২টা, শনিবার, ৭ চৈত্র ১৪২৬,
২৫ রজব ১৪৪১, ২১ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।