করোনার মহামারীকালে, মানবিকতা
পড়েছে যেন নিদারুণ আকালে....!
নিজেকেও মানুষ বলে পরিচয় দিতে
লজ্জা হয় মৃতদের দিকে তাকালে ।  
যদিও তিন ঘণ্টা পরই মৃতের শরীরে
থাকেনা কোন প্রনাঘাতী ভাইরাস ।
তবুও আতংক আর ঘৃনার বাড়াবাড়ি
জনমনে গেড়েছে যে স্থায়ী নিবাস !  

যে কারোরই মৃত্যু করোনাতে হলেই
কি দুর্গতি না ঘটছে তার কপালে !
প্রাণপ্রিয় স্বজনও তখন আর কিছুতে
আসে না তার অন্তিম যাত্রাকালে !
মুসলমান দেয় হিন্দুর চিতায় আগুন  
কোথাও মুসলমানেরই জুটে চিতা !    
করোনা যেন মানুষ মারতে নয়, যন্ত্র  
সেজে মেপে দেখাচ্ছে মানবিকতা !  


ওহুদ যুদ্ধে শহীদ মুসলমানদের অঙ্গ
কেটে মালা পড়ে কাফের নারীগন ।
কিন্তু যুদ্ধে বিজয়ী নবী (সা) কাফের  
মৃতের করেছেন সুষ্ঠুভাবেই দাফন ।  
একদা সাথীদেরসহ হঠাৎ বসা হতে
উঠে দাঁড়ালেন এক শবযাত্রা দেখে ।  
যদিও লাশ বিধর্মীর, তবুও এভাবেই
শবের সম্মান দেখাতে নাও শেখে ।  


আর একালে আধুনিকতার দাবীদার
সাহেবরা করছি ভয় নয়তো ঘৃণা !
তাই বলি, ও হে যত লাট সাহেবরা
তোমরা কি তবে কভু মরবেই না ?    
যদি কেউই অমন অবহেলার স্বীকার
নাহতে চাই, তবে এসো হে সবে ।
যথাযথ সম্মান প্রদর্শনেই করি পরম
মমতায় দাফন কাফন প্রতি শবে ।        


রচনাকালঃ- সকাল ৮.২৩টা মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪২৭,
১ জিলকদ ১৪৪১, ২৩ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।


স্মর্তব্য- আমাদের সংগঠন “কোয়ান্টাম ফাউন্ডেশন” করোনায় মৃত সকল ধর্মাবলম্বী ব্যক্তিগনের যথাযথ ধর্মীয় অনুশাসন মেনে এ যাবত ৭০২ জনের লাশ দাফন সম্পন্ন করেছে । প্রতি লাশ দাফনে খরচ প্রায় দশ হাজার টাকা । এই খরচও আমাদের সংগঠনের সদস্যগন বহন করছে । আর আমরা নিজেরাই স্বেচ্ছাসেবার ভিত্তিতে এই পরিষেবা দিয়ে আসছি । এখন আমাদের বেশ কিছু লাশবাহী গাড়ি ও এ্যাম্বুলেন্স ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । চাইলে আপনিও সহযোগিতা করতে পারেন । http://quantummethod.org.bd/ সাইটটি ভিজিট করবেন দয়া করে ।