এখনো ঘোর
কাটেনি তোর
আজো তবে আছিস মেতে ?
কোন প্রভাবে
প্রজ্ঞা অভাবে
কেন থাকছিস সদাই তেতে ?


কোন চেতনা
দিচ্ছে যাতনা
তোর দিলটা করেছে উদ্ভ্রান্ত ?
ফেলবে লাশ
করবে নাশ
রক্ত খেলেই কি হবে ক্ষান্ত ?


শোন মানব
নহো দানব
পারলে আজি হও সমর্পিত ।
লোভ কামনা
মিথ‍্যা বঞ্চণা
দিল হতে কর হে নির্বাপিত ।


ফেরাও বোধ
দমাও ক্রোধ
আর সৃষ্টি করিস না বিভেদ ।
সুখের তরে
বিবাদ করে
যে সে শয়তানের সাগরেদ !


রচনাকালঃ- রাত ১০.৪৮টা, শনিবার, ১৭ বৈশাখ ১৪২৯, ২৯ রমজান ১৪৪২, ৩০ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।