গগনে মগনে এ মধু লগনে আহা !
নির্ঝর ঝর ঝর ঝরিছে অপার শ্রাবণধারা ।
বনে বনে ক্ষনে ক্ষনে মৃদু সমীরণে
দুলিছে তরুরা মৃদঙ্গ তালে তালে তারা ।


রাশি রাশি জলরাশি উদ্যম নৃত্যে
ফেলিছে চারদিক কল কল কিন্নরীর সাড়া ।
ঘন ঘোর বরষায় দুরাশায় কৃষাণী
ভেবে না পায় উপায় ডুবিছে তার পাড়া !  


খোকাখুকি জলে উত্তাল তালে
করিছে জলকেলি হয়ে আনন্দে আত্মহারা !  
জানালার পাশে বসে কবি লিখে
চলে কাব্য কোথাও যাবার যে নেই তাড়া ।


গগনে মগনে এ মধু লগনে আহা !
নির্ঝর ঝর ঝর ঝরিছে অপার শ্রাবণধারা ।
বনে বনে ক্ষনে ক্ষনে মৃদু সমীরণে
দুলিছে তরুরা মৃদঙ্গ তালে তালে তারা ।


ছোট্ট তটিনীর তীরে নির্জন নীড়ে
সখীর সনে শ্রাবনধারায় মনে পরে নাড়া !  
বর্ষণ দৃশ্য দর্শনে ভাবী মনে মনে  
এমনি করে শ্রাবণ স্বর্গ সুখে ভরেছে ধরা ।


জেলে বুনে জাল কাটাতে আকাল
কবি বুনে শব্দ জাল প্রাণও পায় কবিতারা ।
প্রকৃতি ও কবি তাই একি সুত্রে গাঁথা
ভাই, যেন পরিপূরক একে অপরের দ্বারা !        

গগনে মগনে এ মধু লগনে আহা !
নির্ঝর ঝর ঝর ঝরিছে অপার শ্রাবণধারা ।
বনে বনে ক্ষনে ক্ষনে মৃদু সমীরণে
দুলিছে তরুরা মৃদঙ্গ তালে তালে তারা ।


টিনের চালে চালে ঝম ঝম বৃষ্টির
তালে মেতে চলে সব প্রকৃতি প্রেমিকেরা ।
শ্রান্ত মনে আনে ঘুম ঘুমের ঝুম
তাই কাঁথা মুড়ে শীত ঘুমে যায় অলসেরা ।  


এসো সবে মাতি শ্রাবন পার্বণে
ত্রিনয়নে হেরি রূপ তারি কত যে মনহরা !  
হে শ্রাবণধারা কর আরও আত্নহারা
মোদের, সৃষ্টি সুখে গড়ি সবে নব বসুন্ধরা ।

রচনাকালঃ- দুপুর ১.৩৭টা, মঙ্গলবার , ৬ শ্রাবণ ১৪২৭,
২৯ জিলকদ ১৪৪১, ২১ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।