যদি দারিদ্রতা হতে পেতে চাও,
চিরতরে নিস্তার.......  
তবে শ্রমানন্দে উঠো মেতে
তোমার হাতকে কর হাতিয়ার ।


চারপাশে রাশিরাশি সম্পদের
করতে শেখ সুষ্ঠু ব্যবহার ।
সুযোগকে কাজে লাগাও শুরুতেই
জীবনে সে যে আসেনা বারবার ।


জীবনকে সুন্দরভাবে যাপনে
হও সচেতন হও হুশিয়ার ।
প্রতিষ্ঠিত হতে ভিন্ন পন্থা নেই
নেই কোন যাদুকরী কারবার ।


বরং ক্ষুদ্র কর্মকারীরাই প্রতিষ্ঠিত
হয়েছে বেশী রহমতে স্রষ্টার ।
কালজয়ী হতে মেধার বিকাশ
ঘটাতে দরকার ধ্যান সাধনার ।


আবার কোন কর্মে দক্ষ না হলে  
শুধুই মূল্য নেই যেমন সততার ।
তেমনি সততা ছাড়া সাধ্যও নেই
তোমার মেধার বিকাশ ঘটাবার ।  
  
যদি লক্ষন হয় শ্রমে আনন্দ পাবার
শুধু সেই কর্মই দূরকারী দারিদ্রতার ।।


রচনাকালঃ- বৃহস্পতিবার
     ২৫/০৪/২০১৬ মিরপুর, ঢাকা ।