কেউ কি চাই সুন্দর এ ভবে  
দুঃখ কষ্টে জীবন কাটাই ?
কিন্তু আমরা তো শুয়ে বসেই  
সবাই যে সুখী হতে চাই !
অথচ কি ভাবে যে হবো সুখী
তার কোন সূত্র জানা নাই ।  


সুখী হতে চাইলে ভাই মেধা
মনোনিবেশে কর কিছু সৃষ্টি ।
যা ধারণ করে সমাজটা হবে
সমৃদ্ধ গড়ে সুস্থধারার কৃষ্টি ।
তাই তোমার থাকা চাই সেই  
সুহৃদয় আর সুচারু দৃষ্টি ।


ঐ নিপুণ সৃষ্টিটা দেখে যখন
সবে হবে সুখময় মোহিত ।
সেই সুখ সংক্রামক হয়ে যে  
দুঃখক্ষরণ করবে রোহিত  
খড়কুটো হয়ে ভেসে যাবে তা
সুখ স্রোতে হলে প্রবাহিত ।  
  
রচনাকালঃ- দুপুর- ৩.১৪ রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭,
৮ শাওয়াল ১৪৪১, ৩১ মে ২০২০, মিরপুর, ঢাকা ।