শত বছর পর পর আসা বিভীষিকাময় ক্রান্তিকাল
আমাদেরই সাক্ষী করে গেল সদ‍্য গত ২০২০ সাল ।
মরে বেঁচে রইলাম যারা ভবে দয়াময় প্রভুর দয়ায়
এ ভাগ‍্যবানদের প্রতি তিনি যেন সদা থাকেন সহায় ।


মহামারী করোনার মহাত্রাসনের তান্ডবে লন্ডভন্ভ
আশা ভালোবাসা স্বপ্ন সাধ সবার সবি হল যে পন্ড ।
প্রচণ্ড ধাক্কা সামলে সবে  আবারও ঘুড়ে দাঁড়াবে
যার যত ক্ষয়ক্ষতি কিবা দূর্গতি সবই কেটে উঠবে ।


ঘুচে যাবে সবারই দুঃখ বেদনা রোগ শোক জরা
নতুন করে ঘরে ঘরে সেজে উঠবে এই বসুন্ধরা ।
পাপ শাপ মোচনে সুচি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি
প্রতিটি জীবনে আসবে বির্বতন পরিবর্তন সুনীতি ।


এসো হে এসো তবে সবারই সব প্রত‍্যাশা মিটাতে
এসো সাথে নিয়ে ভরপুর ভালোবাসার ডালি হাতে ।
তমশার অন্ধকার ঘুচাতে উদিত কর আশার সকাল
মহামারীর আহাজারি বিতাড়িত কর হে ২০২১ সাল ।


রচনাকালঃ- রাত ১২.৪৬টা, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১  
ঠাকুরগাঁও ।