এত দম্ভ করে কেন বল ?
শুধু, আমি আমি আমি ।
কটা ডিগ্রী নিয়েই ভাবছ
যেন হয়েছ কত নামী দামী ।


অথচ এমন কিছু করনি তুমি
যা গনমানুষের কল্যাণকামী।  
কিন্তু সেটাই বেশী করেছ,
যা পছন্দ করেন না অন্তর্যামী।


কর লোভ হিংসা অহংকার
নারী মাদকতা নিয়ে মাতলামী।
ভাবখানা দেখাও রাজার মত
যদিও কর প্রজার গোলামী।


কলমে খোঁচা মারো না তুমি
না নিয়ে উৎকোচ সেলামী।


এত শিক্ষিত হয়েও হয়েছ
মূর্খ নেতার আজ্ঞাবহ ঘরামী।  
স্বপ্রতিভার করনি বিকাশ তাই,
কর ঐ খুনি নেতার চামচামী ?


যাই হোক ভাই তোমার শুধু চাই
টাকা আর যেন হয় পদটা নামী !
ভাবুন তো, বলি সম্মান করে
ওহে বিদ্যান খ্যাতিমান মহানামী....


পাপের সম্পদের পাহাড় গড়ে
হয়েছেন তো এক নষ্টার স্বামী ।
হারামের আরাম নাই তাই
সন্তানও তো হয়েছে বিপথগামী !


মানুষও হেসে খুন দেখে তোমার
পরিবারের পাগলামি আর ছাগলামী ।
হয়েছে কি মোটেও উথান তোমার ?
হয়েছে পতন, হয়েছ শিক্ষিত জাহান্নামী ।।  


রচনাকালঃ- ১২/১২/২০১৪ ঢাকা ।