স্মার্ট তুমি আর মোটে থাকবেনা হয়তো
প্রিয় স্মার্ট ফোনটিকে রাখলে হাতে ।
তোমায় আনস্মার্ট বানাবার যত ফিচার  
মহাব্যস্ত রাখবে যে সারাদিনে রাতে !  


কোকেন সেবনের আসক্তি যেমন মানব
মস্তিষ্কের হোয়াইট ম্যাটার করে ক্ষয়।
তেমনি স্মার্ট ফোনের আসক্তি মস্তিষ্কের
সেই অংশটি ওভাবেই ক্ষতিগ্রস্থ হয়।


স্মৃতি শক্তিরই যদি হয় অপূরণীয় ক্ষতি
জীবনে আসবে নাকি অসীম দুর্গতি ?
মেজাজ বিগড়ে তুমি হবে অসামাজিক  
বদখত থাকবেনা মানবিক অনুভূতি ।    


সত্যিকারের স্মার্ট হলে থাকো সচেতন
স্বপরিবারে এই ভয়ংকর যন্ত্র হতে ।
নচেৎ শয়তানের এই ছোট বাক্সে থাকা
সর্বনাশী বিপদ পারবেনা এড়াতে ।  


বিশ্বসেরা ধনী বিল গেটস ১৪ বছরের
সন্তানকেও দেননি মোবাইল কিনে ।
আমরা অতি স্মার্ট লোকেরা যত আছি
দুধের শিশুটিকেও রাখিনি তা বিনে !


নিজের কিডনি বেঁচে আই প্যাড কেনা
এমন কতনা ঘটনা বিশ্বে ঘটেছে ।
কিন্তু এর উদ্ভাবক স্টিভ জব্‌স নিজের
সন্তানদের তা ছুঁতেই মানা করেছে ।  
                       চলবে............


রচনাকালঃ- দুপুর ২.১৬টা শনিবার ২১ বৈশাখ ১৪২৬
২৭ শাবান ১৪৪০, ৪ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।