ছিলাম  আছি  থাকবো
নীতিটা বজায় রাখবো ।
গিরগিটির মতো করে
বাঁচিনা নানান রং ধরে ।
এ মুখ দিয়ে বলি যাই
ঠিক তাই করে দেখাই ।
অত সাত পাঁচ ভাবিনা
স্বভাবে তো অভাবী না ।
দক্ষ দেখেই পক্ষ নেই
পরে বিকইনা কিছুতেই ।
আস্থায় থাকি অবিচল
কভূ ধরি না কারো ছল ।
ভবে সুখ ভোগ খুঁজিনা
স্বাধ সুধাও অত বুঝিনা ।
দেওয়ার জন‍্যই এসেছি
সেভাবে ভালোবেসেছি ।
স্রষ্টায় রাখি পূর্ণ বিশ্বাস
স্বর্গ লাভেই শুধু আস্বাস ।
মানুষের আশাই করি না
কারো কান কথা ধরি না ।
ভালো বলে যা জেনেছি
কর্তব‍্য বলে তা মেনেছি ।
নিজের মতো করে চলি
সোজাসাপ্টা কথা বলি ।
শত্রু হবে না কে বন্ধু হবে
তার মতো করে সে রবে ।
তোষামোদিটা ধাতে নেই
আমি ডুবে রই আমাতেই ।


রচনাকালঃ- সকাল ১০.১৭টা, শুক্রবার, ২৬ অগ্রহায়ন ১৪২৭,
২৫ রবিউস সানি ১৪৪২, ১১ ডিসেম্বর ২০২০ মিরপুর, ঢাকা ।