সমাজ থেকেই সিনেমা হয় নাকি
সিনেমা থেকে হয় সমাজ ?
এই বিষয়টিকে বড় প্রশ্ন হিসেবে
সবারই দেখা দরকার আজ ।  


সিনেমাতে দেখি নায়ক একা শত
খলদের হারিয়ে জিতে বারবার ।  
বাস্তবে দেখি ঐ নাটকীয় কায়দায়
খল দ্বারাই দখলের জয়জয়কার ।  


নায়কোচিত প্রতিবাদী হলে হবে
তার ক্রসফায়ার বা হত্যা গুম ।
এমন প্রতিবাদীরাই আগে নায়ক
হত এখন যে খলদের মৌসুম !  


ধর্মকে ধাক্কা দিয়ে সমাজকে তার
দর্শনে চালাতে চায় পরিচালক ।
তাই কি আজ মেতেছে এ সমাজ
খুন ধর্ষণে বৃদ্ধ বনিতা নাবালক ?  
  
রচনাকালঃ- সকাল ৭ঃ১২টা, শনিবার, ২২ আষাঢ় ১৪২৬,
২ জিলকদ ১৪৪০, ৬ জুলাই ২০১৯ মিরপুর, ঢাকা ।