শৈশব কৈশোরে খেলাধুলা আর হই হুল্লোর
যৌবনের মৌ বনে প্রেম প্রীতির তোড়জোড় ।
পড়তে পড়তেই বয়সের প্রায় গেল অর্ধেক
চাকরির জন‍্য চুল ছিড়লে কার গলে বিবেক ?


কর্মটাও হয়তো হল নাহয় কোন একভাবে
শুধু ধর্মটাই আর হলো না সময়ের অভাবে ।
হায়রে মানুষ এমনি এমনি কাটালে সময়
এ জীবনের উদ্দেশ্যটা বুঝি নিশ্চয় এটা নয় ?


রচনাকালঃ- রাত ১১.৩৮ বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১,  মিরপুর, ঢাকা ।