এ যুগের বিশ্ব সেরা ধনী বিল গেটস,  
বুদ্ধি খাঁটিয়েই করেছে অঢেল অর্থ উপার্জন ।
তা দিয়ে স্বীয়সন্তানের অকল্যাণ হবে
ভেবে; তিনি পুরোটা সম্পদ করবে বিসর্জন ।  


তিনি তো তার মা-বাবার কাছ থেকে
পান কিচ্ছু শুধু উপযুক্ত সেই শিক্ষাটুকু ছাড়া ।
স্বীয় সন্তানদেরকে তাই তো তিনিও
গড়ে দেবেন সম্পদ ছাড়া, ঐ সুশিক্ষা দ্বারা ।  


অথচ তৃতীয় বিশ্বের এই আমরা যারা
স্ত্রী সন্তান স্বজনদের, খাওয়াচ্ছি লুণ্ঠন করে ।
শুধু কি তাই ? তারা যুগযুগান্তর যেন
সুখে থাকে লুটে রাখছিও সুইসব্যাংকে ভরে ।  


সন্তানদেরকেও শিক্ষাও দেই না যেন  
সম্পদের করে সুষ্ঠু ব্যবহার শুধু গড়ি পাহাড় ।
খবরও রাখিনা সম্পদের দাম্ভিকতায়
স্ত্রী-সন্তান কোথায় যায়, ক্ষতি করে কাহার ।


স্বীয়সন্তানকে শিক্ষার বৈপরীত্য সম্পদ
দেই তাও অবৈধ; বুঝিনা তা কত বড় ভ্রম ।
প্রকৃতির আইনে তাই; পাই যে বিচার
শেষ পরিণতিতে জোটে উপেক্ষারই বৃদ্ধাশ্রম !      


রচনাকালঃ- রাত ৯.৪৪টা বুধবার, ২১ কার্তিক ১৪২৬,
৮ রবিউল ১৪৪১, ৬ নভেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা ।