চেটে চেটে ভণ্ড নেতার পাও
তুমি সোনার ছেলে হতে চাও ?
নিতে পদ পদবী সুনাম খ‍্যাতি
তাই কি রে এত্তো মাতামাতি !
নেতাকে দেখি স্রষ্টার চেয়েও
বড্ড বেশী আনুগত্য দেখাও !


বাগিয়ে নিতে জাতীয় পদক
বাজাও কতনা বাদ‍্যি বাদক
দিনমান তাই ইনিয়ে বিনিয়ে সেই
নেতার স্তুতি গাও !


মুখ‍্য নেতৃত্বটা করতে অর্জন
শালা বাঘের মতো কর গর্জন
দফাদার বাড়ির এঁটোঝুটো
খেকো ওরে নেড়ি কুত্তার ছাও !


দলকে দেখাতে অতি ভক্তি
দেশ জাতিটার কর বিভক্তি
জ্বালাময়ী ভাষন দিয়ে সদলবলে
আড়ালে দেশটা লুটে খাও !


ক'টা খুন ধর্ষণ করতে পারলে
জানো হয়ে যাবে সোনার ছেলে
তাই নিজের সর্বস্বটা দলকে তুমি
উজার করে দাও  ।


স্বদেশ প্রেমের ধোঁয়া তুলে
মালদার হও আঙ্গুল ফুলে
তবেই দলের যোগ‍্য বিবেচিত হলে
নেতৃত্বটা কাঁধে তুলে নাও ।


ওরে অতিউৎসাহি স্বার্থান্ধ
রাজনীতিতে ছড়িয়ে দূর্গন্ধ
তোমার মতো সব কুলাঙ্গার যত
দেশ জনতার বারোটা বাজাও ।


জবরদস্ত হও মারদাঙ্গা নেতা
রাতের ভোটে ছিনিয়ে ক্ষমতা
পরিশেষে হাজার কোটি হাতিয়ে
বিদেশ চলে যাও  ।
তাই বুঝি সবে উদ‍্যত আজ
চাটতে ভণ্ড নেতার পাও !


রচনাকালঃ- দুপুর ২.১৮টা, বৃহস্পতিবার, ১লা বৈশাখ ১৪২৯, ১৫ রমজান ১৪৪২, ১৪ এপ্রিল ২০২২. মিরপুর, ঢাকা ।