প্রতারণার সুক্ষাতি সুক্ষ জাল করে চলেছ বিস্তার
যদিও আইনের হাতে তুমি কভু পাবে না নিস্তার ।
নিত‍্য নতুন কলা কৌশলে কর অভিনব উদ্ভাবন
তাও মৃত‍্যু ঝুকি নিয়ে তা করতে যাও বাস্তবায়ন ।


অথচ তার চেয়েও কম মেধা শ্রম দিয়ে সৎ পথে
সেবাধর্মী করলে কাজ কেউ কভু যেতনা বিপথে ।
জানো না হালাল উপার্জন জীবনের সেরা অর্জন
যাতে করালে ক্ষুধা নিবারণ সেরা হবে সন্তানগন ।


কত মানুষের স্বপ্ন আশা ভালোবাসা করছ ধ্বংস
অনাদিকাল ওই অভিশাপে বাঁচবে তোমার বংশ ।
অর্জিত অভিশপ্ত অর্থে তুমিও তো রবে না সুখে
হবে স্বজন সন্তান দ্বারা লাঞ্চিত ভুগবেও অসুখে ।


তবে কেন প্রতারণা প্রবঞ্চনা করে যাবে হে আর
চির কল‍্যানকর জীবন গড় কুচিন্তা কর পরিহার ।
সৎ চিন্তাই সহায়ক হয় উদ্ভাবনী মেধার বিকাশে
মানবজীবন সার্থক হয় রইলে সৃষ্টি সুখের উল্লাসে ।


রচনাকালঃ- সকাল ১০:১১টা, রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা ।