আমি এক ফুল প্রেমী,
ভীষন ভালোবাসি ফুল...
ফুলের জন‍্য সারা জীবন
আমি রইলামও ব‍্যাকুল ।
ফুলের গুন কীর্তন বর্ণনায়
আর রূপ লাবণ‍্যের রচনায়
সম্ভারও গড়েছি যে বিপুল !
আমি এক ফুল প্রেমী,
ভীষন ভালোবাসি ফুল...
লোকেরা যেন শুনামাত্র
বলে ফুলের মতই চরিত্র
শুনে খুশিতে হারাবো কুল ।
আপনার আর কর্ম ভূলে
সকল দায় রেখেছি তুলে
এক ফুলে রয়েছি মশগুল !
একদা কে ডেকে আমায়
বলে কি করছ হায় হায়
এসবেই ভূল, সবে ভূল !
স্রষ্টাকে ছাড়া সৃষ্টি নিয়ে
যদি বল ইনিয়ে বিনিয়ে
এহেন কর্মে দেবে মাশুল ।
স্রষ্টা বাদে সৃষ্টির ভক্তি
কে মানবে এমন যুক্তি
মুক্তিতে যে অন্তরায় অতুল ।
সকল প্রশংসার দাবীদার
প্রভূ ছাড়া আর সাধ‍্য কার
রই তাহাতে সদা মশগুল ।
সৃষ্টি তোমায় দেবেনা কিছু
রবেনা পড়ে শুধু তার পিছু
শেষে হারাবেও উভয় কূল !


রচনাকালঃ-রাত ১০.৫৩টা, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০,  মিরপুর, ঢাকা ।