আমি চিনি রে চিনি তোকে খুব ভালো চিনি  
দেখিনি কভু তোর মতো অত সুযোগ সন্ধানী
ছিনিমিনি খেলিছ কত জীবন নিয়ে কার কার
অধিকার কেড়ে জীবনে কত যে হয়েছ ঋণী ?


কোন দিনই হয়তো আর তোর হবেনা বোধ
প্রকৃতিই নেবে যে একদিন চরম প্রতিশোধ  
নির্বোধ থেকে একের পর এক করেও যাবে
পাপ কেউ করতে পারবেনা তার গতি রোধ ।


অবোধ হয়ে যত করে যাবে যে শুধু অপকর্ম
বিরক্তিকর লাগবে সর্বদাই স্রষ্টার পবিত্র ধর্ম
অন্তরে তোর লেগেছে মোহর কর্ণ কহুরে কি
করে পৌঁছবে তার বাণী বুঝবে কি তার মর্ম ?


চর্ম তোর গণ্ডারের মতো হয়েছে ভীষন শক্ত
তুইও হয়েছিস আপাদমস্তক শয়তানের ভক্ত
স্বার্থের জন‍্য মা বোনদেরকে বানিয়েছিস পন‍্য
আত্মীয় স্বজন জাতি গোষ্ঠীকে করছিস বিভক্ত ।


রক্তপাত বিনা তুই কভু হবেও না আর ক্ষান্ত
দিনে দিনে করেও যাচ্ছিস মাত্রা অতিক্রান্ত
লোভ লালসার পাগলা ঘোড়া লাগাম ছাড়া
ছুটাচ্ছিস তাই জ্ঞাতি গোষ্ঠীসহ হতে সর্বশান্ত ?


রচনাকালঃ- রাত ১১:২০টা, শুক্রবার, ৮ আশ্বিন ১৪২৯,
২৩ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।