অনেক কিছুই করবে জীবনে মনে মনে  
       কর কতনা জল্পনা কল্পনা ।
কোন কিছুতেই হবে না যে সফল তুমি  
       না করলে সুষ্ঠু পরিকল্পনা ।


জানো কিনা জানো ঐ সুষ্ঠু পরিকল্পনাই
       কাজটির অর্ধেক সফলতা ।
পরিকল্পনা প্রণয়ন না করে করলে কাজ
       জীবনে আসবেই বিফলতা ।


তাই ঐ কাজটি করার আগে রে ভাই কর
       ধ্যান মগ্নে সুগভীর ভাবনা ।
তবে কাজটি করতে যেন অনুভুত হয় ঠিক
       যেমন মায়ের প্রসব বেদনা ।


পরিকল্পনা আর ঐকান্তিক প্রবণতাবিনা
       সমন্বয় হবে না ঐ উদ্যোগে ।
সফল হবেই কল্যাণ চিন্তায় যদি কর তা
       সবকিছু বাদে কায় মনযোগে ।  


রচনাকালঃ- দুপুর ১.৩৭টা, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১,
মিরপুর, ঢাকা ।