বল, কে বলে রে স্বাধীন মোরা ?
স্বাধীনতার মানে কি বুঝায় ওরা ?
ওসব শুধুই মিথ‍্যে কথার ছল ।
ভিনদেশী চিলেরা নিয়েছে লুটে
দেশী কাকেরা সবি খাচ্ছে খুটে
দেশ করপুটে নেয় শকুনের দল ।
শাসকেরা মুদ্রার এপিঠ ওপিঠ
তাদেরও নেই কোন বুক পিঠ
বরং তারাই দেখি দুর্দান্ত খল ।
স্বাধীনতা নামে কর যে জিকির
ওটাও তো গোলামীরই জিঞ্জির
আরেক উপনিবেশেরই আদল !
দেশের জ‍ন‍্য প্রাণ দিয়েছে যারা
সেই ত‍্যাগের কথা স্মরে কারা ?
মুক্তিযুদ্ধ যেন পুরোটাই নিস্ফল !
নিশীথ ব‍্যথা সেই তিমিরে আছে
ঐ অবলা নারীটি খদ্দেরের কাছে
নিরুপায় হয় যেমন হাত বদল !
৫০ বছর পিষে মরছি যাতাকলে
স্বাধীনতার স্বাদ গেছে রসাতলে
দেখে যাচ্ছি যে শুধুই দলের বল ।
যেই স্বাধীনতা ছিল স্বপ্ন সাধনা
সেই স্বাধীনতা দেয় শত যাতনা
আরও কত যে ঝরাবে অশ্রু জল ।
চল রে সবে চল আবার যুদ্ধ করি
খবিশ খল হটিয়ে শুদ্ধ সমাজ গড়ি
বিভেদ ভূলে হই সম্মিলনে শতদল ।


কবি রাহেলা আক্তারের ১৫ ডিসেম্বরের কবিতা "শোকের পাথর" পাঠ করে শোকাহত হয়ে এই লেখা । এটি তাকেই উৎসর্গ করলাম ।


রচনাকালঃ- সকাল ৯.০২টা, বুধবার ১৬ ডিসেম্বর ২০২০।