হে মহামনীষী এ পি জে আব্দুল কালাম ।
মহা জাগতিক সফরে চলে গিয়েছ বলে
তোমাকে জানালাম - লক্ষকোটি সালাম ।


তুমি ছিলে মোদের অন‍্যতম পথ প্রদর্শক ।
তোমার রেখে যাওয়া বাণীগুলো সবারই
জীবনে হয়ে আছে আজ বড়ই চিত্তাকর্ষক ।


তুমি তো বলেছিলে ছোট স্বপ্ন দেখা পাপ ।  
সত্যই বলেছিলে, আজ ধ্যানমগ্নে দেখছি
তাই এটাই যেন সমাজের বড় অভিশাপ !


যারাই যৌবনে বড় স্বপ্ন দেখতে নারাজ ।
তারাই দেখি আজ জীবিকারই তাড়নায়  
কালক্রমে হয়ে উঠেছে মহা দুর্নীতিবাজ ।


আর যারা বড়স্বপ্ন ছোটকাল হতে দেখে ।
তারা কিছুতে হয়না বিক্রি করেনা মাথা
নত, বড় অবদান যত তারাই তো রাখে !  


বলি হে যুব সমাজ মাথায় পড়তে তাজ ।
বড় হয়ে কি চাও ? আজই তার সিদ্ধান্ত
নাও, কোন মহৎ উদ্দেশ্যে হও স্বপ্নবাজ ।  


রচনাকালঃ- স্কাল ৯.২৩টা, বুধবার, ১৭ চৈত্র ১৪২৭,
৩১ মার্চ ২০২১, মিরপুর, ঢাকা ।