আজকাল তালাকের হারটা যেন  
আশঙ্কাজনক ভাবেই বেড়েছে !  
বাড়বেই তো বিয়ে নামের পুতুল
খেলাটা যে সব সীমা ছেড়েছে !


বিয়েটা একটা ধর্মীয় অলঙ্ঘনীয়
বিধান দু'পরিবারের এক বন্ধন ।
অথচ, এখন এটাও যেন ফ্যাশন  
তাই করে যার যেমনে চায় মন ।


বিয়ে বিয়ে নিয়ে কত হচ্ছে হত্যা
গুম ধর্ষণ, তবু কি টনক নড়ছে ?
বিয়েটা পোশাকের মত সস্তা বলে
একটা ছেড়েই আরেকটা করছে !  


বাবা ছাড়া মেয়ের আবার মেয়ের
সম্মতি ছাড়া বিয়ে অবৈধ ধর্মে ।
ইসলাম বলেছে অমন বিয়ে করে
ওরা দণ্ডিত হবে ব্যভিচার কর্মে ।


তবে আদালত ধর্মেরও উর্দ্ধে উঠে
কেন করে বিয়ে দেয়ার বাহাদুরি ?
সে কি দেয় খোরপোশ ? অযাচিত
করে শুধু ঐ পরের ধনে পোদ্দারি !


কত কষ্টে লালিত আদরের সন্তান
আদালতের জন্যই যায় অপাত্রে ।
আইনের দোহাইয়ে শোষকেরা যে
গুটি চালছে সমাজের ছত্রে ছত্রে ।    
  
তালাকের মায়াকান্না না করে নিষিদ্ধ
হোক পুতুলখেলা এই প্রেমের বিয়ে ।
নচেৎ সুন্দর জগতটা ডুববে অনাচার
আর অনাথের যত অভিশাপ নিয়ে ।  

রচনাকালঃ- রাত ১০.০৭টা শুক্রবার,
২৯ ফাল্গুন ১৪২৬,১৩ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।