আবেগে উছলা চঞ্চলা চপলা
হে তন্বী তরুণী............
তুমি যারে নায়ক ভেবে বাকী সব
সম্পর্কের বন্ধন করিতে চাহিছ লয় !  
আরে সে তো নায়ক নয় ।
সে তো খল নায়ক !
সে এক তাপসী বক ।
তোমাকে ঠোকর মারতে সদা উদ্দত সে,
তুমি যে পুঁটি মাছের মত অবিরত
করিতেছ বেজায় উজ্জল চকচক !
ওহে তন্বী তরুণী
যদি চাও সত্যিকারের নায়ক পেতে......
তবে নিজেকে সামলাও অন্ধ আবেগ হতে
জানো, সত্যিকারের নায়কেরা হয়না অমন
বেহায়া উপযাচক, হয় লাজুক, রক্ষনশীল  
তারা যে নিজেকে গড়িতে ব্যস্ত থাকে নিভৃতে ।।  


রচনাকালঃ- সকাল ১০.৪২টা
বুধবার ১০/০১/২০১৮ মিরপুর, ঢাকা ।