তেলবাজ ওরে ও তেলবাজ
মোটেও নেই কি মুখে লাজ ?  
পবিত্র কলম দিয়ে তোমার
শুধু কি তেলবাজিটাই কাজ ?  


কৃষক শ্রমিকেরা খেটে মরে
তুমি তেলবাজ বস্তা ভরে
সম্মান খ্যাতি পদপদবী আর
অর্থকড়ি কুড়াও সস্তা দরে ?  

ইয়াবা গাঁজা হেরোইন মদে  
সয়লাব হল সারা জনপদে
তুমি তেলবাজ তবুও আজ
উন্নয়নের ধুয়া তুলে গদগদে !  


কল কারখানা সব হচ্ছে বন্ধ
গণতন্ত্রতে পচা লাশের গন্ধ
এক তুমিই তেলবাজ ডুবাও
সমাজ মোহে চক্ষু করে অন্ধ ?      
  
চেতনা নিয়েও ফেৎনা কর
ডাণ্ডার ভয়েই ঐ ঝাণ্ডা ধর
খুন ধর্ষণ এর চলছে বর্ষণ
লজ্জার ডোবায় ডুইব্যা মর !


রচনাকালঃ- সন্ধ্যা ৬.৪৭টা, রবিবার, ৫ পৌষ ১৪২৭,
৪ জমাদিউল আউয়াল ১৪৪২, ২০ ডিসেম্বর ২০২০ মিরপুর, ঢাকা ।


“তেলবাজ” নামে কবিতার একটি সিরিজ লেখার প্রয়াস চালাচ্ছি আশাকরি পাঠকবৃন্দ একটু ধৈর্য সহকারে পড়বেন।
আমি এদের আসল চেহারাটা উন্মোচন করার চেষ্টা চালাবো । কারণ এরাই এই সমাজটাকে অস্থিতিশীল করে তোলার মূল
হোতা বলেই আমার মনে হয় । এরা কিছু একটা ইস্যুর জিকির তুলে ফিকির করে নিজের আখের গোছাতে তৎপর। প্রতিকুল পরিবেশে সাদাকে সাদা কালোকে কালো বলার কোন ক্ষমতা নেই এদের । পরিস্থিতি অনুকূল দেখে এরা কিছু একটার হুজুগ মাতিয়ে ফায়দা লুটতে সর্বদা সচেষ্ট । এরা প্রতিপক্ষকে যতটা ক্ষতিগ্রস্থ করে তার চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ করে স্বীয় পক্ষকেই ।
এরা জাহাজের ফুটো সমাজের কীট । এমন কীটদের হাত থেকে আমাদের সমাজটাকে রক্ষায় কলম যোদ্ধারাই বেশী পারদর্শী।  
প্রিয় পাঠক সমাজ শুদ্ধির বৃহৎ স্বার্থে সব বিভেদ ভুলে আসুন এদের চিহ্নিত করে বিতাড়িত করি । ধন্যবাদ আপনাকে ।