আমাদের দেশের নেতা কর্তারা
যেমনি লোভীর শিরোমণি তেমনিই গাধা ।
তারা লুটপাটেই পটু বটে কিন্তু
মোটে আগ্রহী নয় পাচার ঠেকাতে মেধা ।
যে দেশে ভূমি কিংবা প্রাকৃতিক
সম্পদের চেয়ে মেধা সবচে বেশী উর্বর ।
সেথা এখনো কেন আমরা করি
বিদেশী কুপরামর্শদাতাদের উপর নির্ভর ?
তবে কি এরাই নেতা রূপী দেশ
জাতি ধ্বংস আর লুটপাটের মূল হোতা ?
দিনে দিনে দেখে তাই জাগছে
দ্রোহ মনে জাগছে কঠিন সন্দেহ প্রবনতা ।
একই সাথে মাটি আর মস্তিষ্কের
উর্বরতার এমন সমন্বয় রাখে কয়টি দেশ ?
তবু কেন দারিদ্র্যতার কষাঘাতে
জর্জরিত মোদের দেশ অনুন্নত পরিবেশ ?
নেতা কর্তারা সবাই শুধু নিজের
কুলাঙ্গার প্রজন্মের ভবিষ্যৎ গড়তেই ব‍্যস্ত ।
এজন‍্যে জাতিকে নিয়ে ছিনিমিনি
খেলতে ভিনজাতিকেও করে দায়িত্ব ন‍্যস্ত ।
দেশ জাতি গড়ার সুদূরপ্রসারী চিন্তা
চেতনাই যেন কথিত কর্তাদের নাই মোটে ।
শুধু গলাবাজি ভাওতাবাজি আর
মিথ‍্যার তুবড়ি ছোটায় তাদের দুই ঠোঁটে ।
দেশ ও জাতির জন‍্যে যারই আছে
নূন‍্যতম মায়া মমতা বিচার বুদ্ধি ও বোধ ।
তারা তাই সবাই যে কোন মূল‍্যে
যেন করে ভাই দেশের মেধা পাচার রোধ ।
কৃষক শ্রমিক উদ‍্যোক্তার অক্লান্ত
শ্রমে এই দেশটা দিচ্ছে সমৃদ্ধির হাতছানি ।
তাই উপযুক্ত পরিবেশ তৈরী করে
জামাই আদরে যেন তাদের ফিরিয়ে আনি ।


রচনাকালঃ- সন্ধ‍্যা  ৬.৩৩টা, ৩ আগষ্ট ২০২১, মিরপুর, ঢাকা।