কুজনকে নিষ্পাপ শরীর দিয়ে
সুজনকে ঠকিয়ে করনা বিয়ে
তাই বিয়েবিনা প্রেমপ্রীতিতে
করনা ভূলেও দেহ মন নষ্ট ।
নষ্ট দেহ মনে করলে সংসার
তুমিই তো পরে পাবে কষ্ট ।


উদাসীনতায় হয়ে বিশ্বাসঘাতক
নষ্ট করবে কি জীবন সঙ্গীর হক
বৈধ সুখ সম্ভোগ ছেড়ে কেন
সেঁধে সেঁধে হতে যাও পথভ্রষ্ট ?
নষ্ট দেহ মনে করলে সংসার
তুমিই তো পরে পাবে কষ্ট ।


জীবনভর যে রাখবে আগলে
অপয়া কেন হবে তারই ভালে
কেন তুমি নিষ্পাপের ভাগ‍্যে
জুটবে হয়ে এঁটোঝুটো উচ্ছিষ্ট ?
নষ্ট দেহ মনে করলে সংসার
তুমিই তো পরে পাবে কষ্ট ।


অভিশাপ বলে যে আছে কথা
ধর্মবাণীকে ভেবো না অযথা
জীবদ্দশাতেই দেখবে দোযখ
বিধি ভেঙ্গে স্রষ্টাকে করলে রুষ্ট ।
নষ্ট দেহ মনে করলে সংসার
তুমিই তো পরে পাবে কষ্ট ।


পবিত্র না রাখলে দেহ মন
সততা না করলে সংরক্ষণ
মান সন্মান একদিন তোমার
কিছুই যে থাকবে না অবশিষ্ট ।
নষ্ট দেহ মনে করলে সংসার
তুমিই তো পরে পাবে কষ্ট ।


ঐ দেহ মনের পবিত্রতা বিনা
সুখ সাফল‍্যও স্থায়ী হবে না
খোলামেলা কথা চাঁছাছোলা
নিঃসংকোচে বলে দিল স্পষ্ট ।
নষ্ট দেহ মনে করলে সংসার
তুমিই তো পরে পাবে কষ্ট ।


রচনাকালঃ- রাত ৮.৪৫টা, মঙ্গলবার, ৮ চৈত্র ১৪২৮, ২২ মার্চ ২০২২, মিরপুর, ঢাকা।