আমার কাছে ভালোবাসা
মোটেও নয় খেল তামাশা
শ্রেষ্ঠ সম্পদের তা পবিত্র বিনিময় ।
যা পেলে হবো সেরা ধনী
না পেলে হারাবো নীলমণি
স্বভাবতই জীবনটা হবে বিষাদময় ।


তুমি আর যতই কর ঘৃণা  
বাঁচতে চাও আমায় বিনা
তবুও তোমায় আমি ভালোবাসবো ।
কেঁদে করবো জীবন ক্ষয়
তুমি জেনো রাখো নিশ্চয়
তোমার আশা কভূ নাহি ছাড়বো ।


কত মানুষ তোমার মতো
দেখি চারিদিকে শত শত
কিন্তু ওদের একটাও তো তুমি না ।
তাই তোমাকে ছাড়া আর
একটি মূহুর্তও জীবন পার
করতেই আমি পারি না‍, পারি না ।

তুমি ফিরে আসবে কি না
তা যদিও আমি জানি না
তবুও সন্তর্পণে করবো অপেক্ষা । ‍
জড়াজুড়ি করবো না মোটে
নিজেকে বলিদান দেবো বটে
সেই বুঝি ভালো হবে সর্বাপেক্ষা ।


রচনাকালঃ- রাত ১১:০৮টা, মঙ্গলবার, ৮ মার্চ ২০২১ মিরপুর, ঢাকা ।