তোমারই জন্যে হে কবিতা, দূর হল
মোর জীবনের যত শুন্যতা, মনেও এল মুগ্ধতা ।  
চিত্ত যেন নিত্য আনন্দে মত্ত, মানবিকতায়
ভরছে অন্তর বাড়ছে হৃদয়ের শুদ্ধতা বিশালতা ।    

তোমারই জন্যে হে কবিতা, বিশ্বের কবি
গনের সনে ভার্চুয়ালে ভাব জমিয়ে মনে মনে ।
তাদের সাক্ষাৎ লাভে আমি হলাম ধন্য
অপার আদর সোহাগ আর হার্দিক আলিঙ্গনে ।


মহৎপ্রাণ কবিগনের পেয়ে উদাত্ত আহ্বান
পাহাড় ডিঙ্গিয়ে মেশালাম প্রানের সাথে প্রান ।
যেন সুশীতল ছায়াতলে পেলাম শান্তির
পরশ, পেলাম প্রাণশক্তি নবোদ্যমও অফুরান ।

তোমারই জন্য হে কবিতা, পরস্পরকে  
কতনা ভালোবাসি অন্যের তরেও কাঁদি হাসি ।
তোমারই জন্যে দেশ জনতাকে বাঁচাতে
হাসতে হাসতে মৃত্যু মঞ্চে গলায় পরি ফাঁসি ।


তোমারই জন্য হে কবিতা, ভালোবাসি
বলে তোমায় আজ আমায় লোকে বলে কবি ।
তোমারই ঘাড়ে চরে তাই স্বপ্ন দেখছি
মানবের আশু মুক্তিতে বুকে বেঁধে সেই ছবি ।


রচনাকালঃ- বিকাল ৪.৫৫ টা মঙ্গলবার ২ বৈশাখ ১৪২৬,
৯ শাবান ১৪৪০, ১৬ এপ্রিল ২০১৯ মিরপুর, ঢাকা ।