আজও তোমাকে খুঁজে ফিরছে এই দুনয়ন  
আজও আনচান করে আমার এ পোড়া মন
আজও সেই কথাগুলোই ভাবি যে সারাক্ষণ ।


যদিও মেঘে মেঘে বেলা গড়িয়ে গেছে কত
তবুও পাশে আছো কে যেন বলছে অবিরত
বাস্তবে তুমি নেই ভাবতেই হৃদয় ক্ষতবিক্ষত !


দূরারোগে ভুগলে নিশ্চিত মৃত্যু হবে ভেবে
সব আশা ছেড়ে রুগী প্রস্তুতি নেয় সেভাবে
শেষে সে ভাবে যাক মরেও তো বাঁচা যাবে ।


কিন্তু আমি না পারি বাঁচতে না পারি মরতে
থমকে গেছে জীবনটা না পারি আর গড়তে
সবি হল এলোমেলো কিচ্ছু পারি না করতে ।


অবশেষে জীবনে যদি আসে সবৈর্ব ব‍্যর্থতা
চাই তোমার তাতে আসে আসুক সফলতা
তোমায় হারিয়ে পাগল হলেও বুঝবে কি তা ?


তোমাকে হারিয়ে যেন আমি হারিয়েছি সব
কেউই তা না জানলেও জানে আমার রব
তবু হয়তো শান্তি পেতাম যদি কর অনুভব ।


রচনাকালঃ- রাত১১:৫৮টা, বুধবার, ১১ মাঘ ১৪২৯, ২৫ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।