তার চেনা পথে খুব সহজেই যেমন চলতে পারে কানা
গোঁয়ারও তেমনি তর্ক করে আছে তার যতটুকুই জানা
কিন্তু তা নিয়ে তার শরম নাই তার চেয়েও কত জ্ঞান
যে মানুষ চুপিসারে ধারণ করে আছে যা তার অজানা ।


সকল মানুষের মাঝেই ছড়িয়ে আছে কত বিচিত্র জ্ঞান
লক্ষ বছর আয়ু পেলেও তার করতে পারবে না সন্ধান
আজ যা নিয়ে তর্ক করি কিংবা করেছিল পূর্বপুরুষেরা  
একদিন তো সত‍্য প্রমাণ ঠিকই করে দিয়েছে বিজ্ঞান ।


আজ থেকে তিন যুগ পূর্বেও কেউ কি করেছিল বিশ্বাস
বিজ্ঞানের যে দোহাই দেই তাদের দেওয়া সেই আশ্বাস
মানুষ একদিন মুঠো ফোনে দুনিয়াটাকে হাতের মুঠোয়  
নেবে শুনে সব তর্কবাজ গোঁয়াররাই কত করত উপহাস ।


বিজ্ঞান যা করছে প্রমাণ শুধু তা নিয়েই তো করি লড়াই
বিজ্ঞানীর কল্পনা শুনলে তখন আমরা সবে তর্কে জড়াই
আবার বিজ্ঞানের আজকের আবিস্কার কালকেই যে ভুল
প্রমাণ করবে না বিজ্ঞান, তা নিয়ে তবে কেন করি বড়াই ?


ফলবান বৃক্ষ যেমন সদা ঝুকে থাকে জ্ঞানীরাও যে তাই
তর্কটা করে সসীম জ্ঞানের কারণে যাদের অন্তদৃষ্টি নাই    
বিনা ধ‍্যান পুথিঁগত বিদ‍্যা এনে দেয় না চেতনাগত জ্ঞান
আত্মানুসন্ধানকারী নাহলে তর্ককারী হয় শয়তানের ভাই  ।


বিরুদ্ধে রচনাকালঃ- রাত ৯.৫৬টা, রবিবার, ১ জৈষ্ঠ ১৪২৯, ১৫ মে ২০২২, মিরপুর, ঢাকা ।