নীলঞ্জনা..................
না না না আড় চোখেও আর কভু যেন তারে চেওনা ।
সে তো মোটেও নয় গো তোমার যোগ্য
তুমি অনন্যা অপার সম্ভাবনা নও যে অযোগ্যের ভোগ্য ।
তুমি দেবতার নির্বাচিত ফুল
অন্ধ আবেগ বন্ধ কর, করনা দেহমন নষ্টের মহাভুল ।  
সব ফুলেতে হয়না পূজা
তুমি সবার মত নয় বলেই উচিৎ অন্তর্দৃষ্টিতে তা বুঝা ।  

মানবের রূপে আসবে দেবতা  
দেবতার রূপী মানব হতে অবলম্বন কর সাবধানতা ।
যতই তুমি যাচ্ছ এগিয়ে হচ্ছ পরাজিত
তবে শুধুই এগোনোর কি মানে হলে দেবতা নির্বাচিত ।
কি চাও তুমি ? যদি বল থাকবো সুখে
তবে অধর্মের যত কৃষ্টি কালচার বোল চাল দাও রুখে ।    
নীলঞ্জনা.....................
না না না ঐ কথিত আধুনিকতায় আর গা ভাসাইও না ।



রচনাকালঃ- দুপুর ৩.৪৫টা মঙ্গলবার ১৮ আষাঢ় ১৪২৬,
২৮ শাওয়াল ১৪৪০, ২ জুলাই ২০১৯ মিরপুর, ঢাকা ।