কানেকানে গুরু মোদের বলেছে ফিসফিস
প্রভু এবার দিয়েছে সবাইকে পুরো শুভাশিস  
আর নয় দ্বিধা সংশয় নিশ্চয় হবেই হবে জয়
শতভাগ সাফল্যের সাল এসেছে যে ২০২০ ।


প্রাণে প্রাণে তাই দেখছি যে তারই দৃঢ় প্রত্যয়
দিনেদিনে বর্ধমান এই সংঘের চেতনা বলয়
এসেছে বিশ্বাস বিদায় দুর্দিন সমাগত সুদিন  
শীঘ্রই পেতে যাচ্ছি মোরা সেরা জাতির পরিচয় ।


আড়মোড়া ভেঙ্গে তাই আসুন নেমে পড়ি
কোয়ান্টাম চেতনায় সবাই নিজেদেরকে গড়ি
মন জাগতিক শিকল করি বিকল কাটিয়ে সকল
ধকল পূর্ণ বিশ্বাসে নিজেদের সেরাটা মেলে ধরি ।


হৃদয় রবে রবের পানে হাত দুটো কর্মে নিসপিস
চারপাশে চল্লিশ ঘরে পৌঁছাবো নবীজীর আশিস
ভার্চুয়াল ভাইরাসের আগ্রাসন বদবেণিয়ার শোষণ
মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার দিচ্ছে যে ২০২০ ।


-- এই কবিতাটি মূলত আমার প্রাণের সংঘ কোয়ান্টাম মেথডের উদ্দেশ্যে লেখা । সবার মঙ্গল কামনায় তা এখানেও পোষ্ট দিলাম সবাইকে ২০২০ এর শুভেচ্ছান্তে ।


রচনাকালঃ রাত ১.৩০টা শুক্রবার, ১৯ পৌষ ১৪২৬,
০৩ জানুয়ারি ২০২০, মিরপুর, ঢাকা ।