হয়তো ছিলে এককালে
নিদারুণভাবে অনাহারে অভাবে !
তাই আজও দেখি তার
ছাপ, তোমার ঐ সাবলীল স্বভাবে ।
ছলে বলে কি কৌশলে
তুমি দাঁড়ালেই না হয় কোনভাবে ।
তাতে আরো হলে লোভী
যেন পুরো পৃথিবীটাই গিলে খাবে !
ওরে নির্বোধ ভেবেছ কভু,
আজরাইল কখন তোমাকে ধরবে ?
ঘাড়টা কি এদিক থেকে
ওদিক ঘুড়াবার সেই সময়টা পাবে ?
কবরের ঐ বাঁশটা পঁচার
আগে যে তোমার লাশটা পঁচে যাবে !
তবে দেখবে তোমার এই
উচ্চাভিলাষের কত দূর্দশাই না হবে !
সময় থাকতে একটুও কি
দেখবে না হে ভেবে, গভীর অনুভবে ?


রচনাকালঃ- বিকাল৪.৪৭টা, ৭ বৈশাখ ১৪২৭,
২০ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।