উদাস জনতাই দাস


নাইরে নাই , আমাদের দেশে
এখন আর গণতন্ত্র নাই......
ঐ যে আমরা জনতা সবাই যে
সেজেছি ঘর জামাই !  
তদুপরি নেতা নাম্নী মহাজনের
কাছে যে দাদন খাই !


পুঁজিবাদের এই গণতন্ত্র এমনিই
তো এক মস্তবড় ধোঁকা !
উপরন্তু আমরা জনতা যাচ্ছে তা
কতনা নির্বোধ বোকা।
যা কিছুই বুঝায় ওনারা বুঝি তা  
যেন নাদান খোকা !


ওরা বলে জনতার মর্জি মত নাকি
এই গণতন্ত্রটা চলে ।
অথচ আমরা সদা তাকিয়ে থাকি
ঐ নেতারা কি বলে ।
জনতা থাকবে জনতার জায়গায়
নাহ্‌ তারা ভাগ হয়েছে দলেদলে
তাই তো ঐ ভণ্ডরা সব মসনদে
যাচ্ছে ছলে বলে কৌশলে !


ওহে জনতা , তোমার ন্যায্যতা
ফিরে পেতে কি চাও বল ?
তবে একদিকে হও তুমি জনতা
অন্যদিকে থাক নেতার দল ।
শুধু যোগ্য দেখেই বানাও নেতা
যে যতই করুক ছল ।
হঠাও বন্দুকের নল.........


বিবেক আর তুমি দিওনা বন্ধক
শাসক নয় বানাও সেই সেবক
নইলে শান্তি ব্যহত
মুক্তি সুদূর পরাহত
দাসত্বেই বন্দি রবে শেষতক ।।


-রাত ১২.৪৭ টা শনিবার
০৩/১১/২০১৮ মিরপুর , ঢাকা  ।